প্রতিটি রং নির্দিস্ট বক্তব্য প্রকাশ করে। কোথাও রঙচঙে ডিজাইন করতে হয়, কোথাও মলিন রঙ প্রয়োজন হয়। উজ্জল রঙ আনন্দ প্রকাশ করে, অনুজ্জল রং স্থায়িত্ব, নির্ভরতা ইত্যাদি প্রকাশ করে। ডিজাইনের বক্তব্য অনুযায়ী কোন ডিজাইনে কি রং ব্যবহার করা হয় দেখে নিন। প্রয়োজনে রঙের তালিকা তৈরী করে নিন। কম্পোজিশনের সময় নির্দিস্ট যায়গাকে ফোকাস করার মত রঙের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করুন। নিশ্চয়ই দেখেছেন অনেক ডিজাইনে অধিকাংশ যায়গা সাদাকালো রেখে বিশেষ যায়গা রঙিন করা হয়। উদ্দেশ্য একটাই, সেই যায়গাকে প্রাধান্য দেয়া।