যারা নতুন ফটোশপ ব্যাবহার করছেন তাদের জন্য কিছু টিপস নিয়ে এসেছি আজকে। এখানে অ্যাডবি ফটোশপের কমন কিছু অপশন এর ব্যাবহার দেখানো হয়েছে।
Free Transform :
ইমেজে কাজ করার সময় নিদিষ্ট কোন ইমেজকে বিভিন্ন এ্যাঙ্গেলে স্থাপন করার প্রয়োজন হয়। এছাড়া ব্যবহারকারীর প্রয়োজনানুযায়ী উক্ত ইমেজ সমুহ বিভিন্ন এ্যাঙ্গেলে স্থাপন, এর আকার হ্রাস-বৃদ্ধি করণ ইত্যাদি কার্যাবলী করতে Free Transform অপশনটি ব্যবহার করা হয়।
প্রয়োগ :
# ইমেজের যে লেয়ারকে প্রয়োজনমতো এ্যাঙ্গেলে স্থাপন করবো সে লেয়ারটি নির্ধারণ করতে হবে
# Edit মেনু থেকে Free Transform অপশনটি নির্ধারণ করতে হবে
# এবার মাউস পয়েন্ট দ্বারা নির্বাচিত ইমেজটি প্রয়োজনীয় এ্যাঙ্গেলে স্থাপন করতে পারবো।
Sacle অপশনের ব্যবহার :
ইমেজে কাজ সমূহ নিদিষ্ট পরিমাপে হ্রাস-বৃদ্ধি করতে এই অপশনটি কার্যকর।
প্রয়োগ :
# যে লেয়ারটি হ্রাস-বৃদ্ধি করবো তা সিলেক্ট করতে হবে।
# Marquee Tool এর সহায়তায় উত্তোলিত লেয়ারের প্রয়োজনীয় অংশ নির্ধারণ করতে হবে।
# Edit মেনু থেকে Transform >Scale অপশনটি নির্বাচন করতে হবে।
# এখন মাউস পয়েন্ট দিয়ে আমরা প্রয়োজন মত নির্ধারিত অংশটুকু হ্রাস-বৃদ্ধি করতে পারবো।
Rotate অপশনের ব্যবহার :
সাধারণভাবে তথ্য সমূহে বিভিন্ন এ্যাঙ্গেলে সজ্জিত করার জন্যে বিভিন্ন (৯০০, ১৮০০ ইত্যাদি) ডিগ্রীতেসজ্জিত করা হয়। Rotate কমান্ডটির সহায়তায় তথ্য সমূহ প্রয়োজনীয় এ্যাঙ্গেলে সজ্জিত করা যায়।
প্রয়োগ :
# উত্তোলিত ইমেজের যে অংশ বা অংশসমূহ Rotate করা প্রয়োজন সে লেয়ারটি সচল করতে হবে।
# Marquee Tool এর সহায়তা উত্তেলিত লেয়ারের প্রয়োজনীয় অংশ বা অংশসমূহ সিলেক্ট করতে হবে।
# Click on Edite >Select on Transform >Click on Rotate.
# এখন নির্বাচিত অংশটুকু মাউস পয়েন্ট দ্বারা নিদিষ্ট এ্যাঙ্গেলে সজ্জিত করা যাবে ।
Skew অপশনের ব্যবহার :
ইমেজকে বিভিন্ন আকৃতিতে উপস্থাপনের জন্য Skew অপশনটি ব্যবহার করা হয়।
প্রয়োগ :
# উত্তোলিত ইমেজের যে অংশ বা অংশসমূহ Skew করা প্রয়োজন সে লেয়ারটি সচল করতে হবে।
# Marquee Tool এর সহায়তা উত্তেলিত লেয়ারের প্রয়োজনীয় অংশ বা অংশসমূহ সিলেক্ট করতে হবে।
# Click on Edite >Select on Transform >Click on Skew.
# এখন নির্বাচিত অংশটুকু মাউস পয়েন্ট দ্বারা নিদিষ্ট এ্যাঙ্গেলে সজ্জিত করা যাবে ।
Distoer অপশনের ব্যাবহার :
ইমেজ সমূহ বিভিন্ন আকৃতিতে সজ্জিত করতে Distoer অপশনের ভুমিকা খুবই ফলদায়ক।
প্রয়োগ :
# উত্তোলিত ইমেজের যে অংশ বা অংশসমূহ উরংঃড়বৎ করা প্রয়োজন সে লেয়ারটি সচল করতে হবে।
# Marquee Tool এর সহায়তা উত্তেলিত লেয়ারের প্রয়োজনীয় অংশ বা অংশসমূহ সিলেক্ট করতে হবে।
# Click on Edite >Select on Transform >Click on Distoer.
# এখন নির্বাচিত অংশটুকু মাউস পয়েন্ট দ্বারা নিদিষ্ট এ্যাঙ্গেলে Distoer করা যাবে ।
Perspectove অপশনের ব্যাবহার :
ইমেজ সমূহ বিভিন্ন আকৃতিতে সজ্জিত করতে Perspectove অপশনের ভুমিকা খুবই ফলদায়ক।
প্রয়োগ :
#উত্তোলিত ইমেজের যে অংশ বা অংশসমূহ Perspectove করা প্রয়োজন সে লেয়ারটি সচল করতে হবে।
# Marquee Tool এর সহায়তা উত্তেলিত লেয়ারের প্রয়োজনীয় অংশ বা অংশসমূহ Block/Select (সিলেক্ট) করতে হবে।
# Click on Edite >Select on Transform >Click অন Perspectove..
# এখন নির্বাচিত Mouse Pointer (মাউস পয়েন্টার) দ্বারা বিভিন্ন আকৃতিতে Perspectove করা যাবে।