Raffal patnar

banner

কম্পিউটার সাধারণ ঞ্জান

KR3 MIX OFFICIAL
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

  💡কম্পিউটারের জানা-অজানা কিছু সাধারণ জ্ঞান।

                              -------X------


১. প্রশ্ন: কম্পিউটার সিস্টেম এ Scanner কোন ধরনের যন্ত্র?

👉উত্তর: Input 


২. প্রশ্ন: কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?

👉উত্তর: সিলিকন


৩. প্রশ্ন: Back up প্রোগ্রাম বলতে কি বোঝানো হয়?

👉উত্তর: নির্ধারিত ফাইল কপি করা


৪. প্রশ্ন: একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা কী?

👉উত্তর: অর্থ সাশ্রয়, সময় সাশ্রয় এবং স্থানের সাশ্রয়


৫. প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক কোনটি? 

👉উত্তরঃ বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট।


৬. প্রশ্ন: কমপ্যাক্ট ডিস্ক কে আবিষ্কার করেছেন? 

👉উত্তরঃ জেমস টি রাসেল।


৭. প্রশ্ন: বিশ্ব কম্পিউটার কম্পিউটার সাক্ষরতা/Literacy Day দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়?

👉উত্তরঃ ২২ শে ডিসেম্বর।


৮. প্রশ্ন: মনো এফএম ব্যান্ড চালু হয় কবে?

👉উত্তরঃ ১৯৪৬ সালে।


৯. প্রশ্ন: জাভা কে আবিষ্কার করেছিলেন?

👉উত্তরঃ জেমস এ গোসলিং।


১০. প্রশ্ন: স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় কবে?

👉উত্তরঃ ১৯৬০ সালে।


১১. প্রশ্ন: লংহর্নের কোড নাম ছিল? 

👉উত্তরঃ উইন্ডোজ ভিস্তা।


১২. প্রশ্ন: লাইভওয়্যার বলতে কী বোঝায়?

👉উত্তরঃ কম্পিউটার দিয়ে কাজ করা লোক বা মানুষ।


১৩ প্রশ্ন:. ভারতের হিউম্যান-কম্পিউটার নামে পরিচিত কে?

👉উত্তরঃ শকুন্তলা দেবী। 


১৪. PAL এর পূর্ণরূপ কি?

👉উত্তরঃ Phase Alternation by Line


১৫. প্রশ্ন: NSFNET প্রতিষ্ঠিত হয় কবে?

👉উত্তরঃ ১৯৮৬ সালে।


১৬ প্রশ্ন:. কোন কম্পিউটার ইঞ্জিনিয়ার 2003 সালে সাহিত্যের জন্য নোবেল পেয়েছিলেন?

👉উত্তরঃ জে.এম. কোয়েটজি।


১৭. ‘ওয়েভিং দ্য ওয়েব’ লিখেছিলেন?

👉উত্তরঃ টিম বার্নার্স লি।


১৮. বিটা টেস্ট কি?

👉উত্তরঃ বাণিজ্যিক প্রবর্তনের আগে একটি কম্পিউটার বা সফ্টওয়্যারগুলির Trial পরীক্ষা।


১৯. প্রশ্ন: ‘Do no evil’ কার ট্যাগ লাইন।

👉উত্তর: গুগল।


২০. প্রশ্নঃ ARPANET বন্ধ হয় কবে?

👉উত্তরঃ ১৯৯০ সালে।


২১. প্রশ্ন: ইন্টারনেটের মাধ্যমে প্রকাশিত প্রথম ভারতীয় সিনেমা হল? 

👉উত্তর: বিভা/Vivah 


২২. প্রশ্ন: Rediff.com কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?

👉উত্তর: অজিথ বালাকৃষ্ণান এবং মণীশ আগরওয়াল


২৩. প্রশ্ন: সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় কবে? 

👉উত্তরঃ ১৯৮৯ সালে।


২৪. প্রশ্ন: বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?

👉উত্তরঃ প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)।


২৫.প্রশ্নঃ ISOC প্রতিষ্ঠিত হয় কবে?

👉উত্তরঃ ১৯৯২ সালে। 


২৬. প্রশ্ন: পিডিএফ/PDF এর এক্সটেনশন কি?

👉উত্তরঃ পোর্টেবল ডকুমেন্ট ফর্ম্যাট/Portable document format।


২৭ প্রশ্ন:. RDBMS এর পূর্ণ রুপ?

👉উত্তরঃ Relational Data Base Management System 


👉২৮. প্রশ্ন: ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায়ে ছিল কখন?

👉উত্তরঃ ১৯৬৯-১৯৮৩ সাল।


২৯. প্রশ্ন: টিভি কেমন ধরনের যোগাযোগ ব্যবস্থা?

👉উত্তরঃ একমূখী যোগাযোগ ব্যবস্থা।


৩০. প্রশ্ন: The Difference engine কার দ্বারা বিকশিত হয়েছিল?

👉উত্তরঃ Charles Babbage


৩১. প্রশ্ন: Orkut.com এর মালিকানা এখন? 

👉উত্তর: গুগল। 


৩২. প্রশ্ন: বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর?

👉উত্তর: ইন্টেল 4004।


৩৩. “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক কে?

👉উত্তরঃ মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)।


৩৪. The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় কবে? 

👉উত্তরঃ ১৯৬২ সালে।


৩৫. প্রশ্ন: এসকিউএল/SQL কি?

👉উত্তর: স্ট্রাকচার্ড ক্যোয়ারী ল্যাঙ্গুয়েজ/Structured Query Language


৩৬. প্রশ্ন: সিওবিএল/COBOL এর সম্প্রসারণ কী?

👉উত্তর: Common Business Oriented Language


👉৩৭ প্রশ্ন:. Understanding Media প্রকাশিত হয় কবে?

👉উত্তরঃ ১৯৬৪ সালে।


৩৮ প্রশ্নঃ বিশ্বগ্রামের মূলভিত্তি কি?

👉উত্তরঃ নিরাপদ তথ্য আদান প্রদান


৩৯. প্রশ্ন: এসএমএস/SMS এর পূর্ণ রুপ কি?

👉উত্তর: Short Message Service


৪০. প্রশ্ন: কোন আইটি সংস্থার ডাক নাম ‘The Big Blue/দ্য বিগ ব্লু’?

👉উত্তর: আইবিএম/IBM


৪১. প্রশ্ন: IEEE এর পূর্ণ রূপ কি?

👉উত্তর: Institute of Electric and Electronic Engineers


৪২. প্রশ্ন: COBOL কে বিকাশ করেছেন?

👉উত্তর: গ্রেস মারি হপার/Grace Murry Hopper


৪৩. প্রশ্ন: বিশ্বগ্রামের মেরুদণ্ড কি?

👉উত্তরঃ কানেকটিভিটি।


৪৪. EHR এর পূর্ণরুপ কি?

👉উত্তরঃ Electronic Heath Records


৪৫. প্রশ্ন: বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার কি?

👉উত্তরঃ ওয়েবসাইট


৪৬. প্রশ্ন: ইমেল/Email কার দ্বারা তৈরি করা হয়েছিল

👉উত্তরঃ রেমন্ড স্যামুয়েল টমলিনসন (রে টমলিনসন)


৪৭. Green dam is?

👉উত্তরঃ Web Filter


৪৮. প্রশ্ন: CMOS বর্ধিত রূপ কী?

👉উত্তর: Complementary Metal Oxide Semoconductor


৪৯. প্রশ্ন: নেটিজেন কে? 

👉উত্তর: নেট নাগরিক (নাগরিক যারা ইন্টারনেট ব্যবহার করেন)।


৫০ প্রশ্ন:. অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে কি বলে?

👉উত্তরঃ অফিস অটোমেশন।


৫১. প্রশ্ন: IT+Telecommunication কি?

👉উত্তরঃ iPod


৫২.প্রশ্ন: IT+Entertainment কি?

👉উত্তরঃ Xbox


৫৩. প্রশ্ন: IT+Consumer Electronics কি?

👉উত্তরঃ Vaio


৫৪. প্রশ্ন: Scareware কি?

👉উত্তর: নকল অ্যান্টিভাইরাস সফটওয়্যার/Fake antivirus softwares


৫৫. প্রশ্ন: প্রথম স্মার্ট ফোনটি কখন চালু হয়েছিল?

👉উত্তর: 1992 (আইবিএম/IBM সাইমন)।


৫৬. প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে কোন কম্পিউটারে?

👉উত্তরঃ ৫ম প্রজন্মের কম্পিউটারে। 


৫৭ প্রশ্ন:. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কি ব্যবহার করা হয়?

👉উত্তরঃ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।


৫৮. প্রশ্ন: রোবটের উপাদান কি?

👉উত্তরঃ Power System, Actuator, Sensor, Manipulation


৫৯. কতগুলি বিট/Bits একটি বাইট তৈরি করে?

👉উত্তরঃ 8 Bits.


৬০. প্রশ্ন: Google একটি Browser নাকি Search Engine?

👉উত্তরঃ Search Engine .


৬১. প্রশ্ন: প্রিন্টার কোন ধরণের ডিভাইস, আউটপুট নাকি ইনপুট ? 

👉উত্তরঃ Output device.


৬২. প্রশ্ন: র‌্যামের পূর্ণ রূপ কী?

👉উত্তরঃ Random Access Memory.


৬৩. প্রশ্ন: PCB এর পূর্ণরূপ কি?

👉উত্তরঃ Printed Circuit Board.


৬৪ প্রশ্ন:. খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা কারা ব্যবহার করতো?

👉উত্তরঃ মিশরীয়রা।


৬৫ প্রশ্ন:. Facebook/ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?

👉উত্তরঃ মার্ক জুকারবার্গ/Mark Zuckerberg 


৬৬. কম্পিউটারে সমস্ত গাণিতিক এবং যৌক্তিক ফাংশন দ্বারা সম্পন্ন হয়?

👉উত্তরঃ Central Processing Unit.


৬৭. প্রশ্ন: কে নেপোলিয়নের চিকিৎসক ছিলেন?

👉উত্তরঃ ডমিনিক জ্যা ল্যারি।


৬৮. প্রশ্ন: ব্যক্তি পরিচয় মিথ্যা বলে আপনার কাছ থেকে গোপনীয় তথ্য গ্রহণের প্রচেষ্টা বলা হয়?

👉উত্তরঃ Phishing scams./ফাইজিং কেলেঙ্কারি।


৬৯. প্রশ্ন: Ms-Dos operating system/এমএস-ডস অপারেটিং সিস্টেমের প্রোগ্রামার কে ছিলেন? 

👉উত্তরঃ Bill Gates/বিল গেটস।


৭০. প্রশ্ন: The first program that runs on a computer when computer boots up is?

👉উত্তরঃ Operating System.


৭১. প্রশ্ন: বিদ্যুৎ বন্ধ থাকায় Cache and main memory তাদের বিষয়বস্তু / content হারিয়ে/lose হওয়ার কারন?

👉উত্তরঃ কারন তারা volatile তাই তথ্য বা কন্টেন্ট হারিয়ে ফেলে।


৭২. প্রশ্ন: VIRUS/ভাইরাস এর সম্পূর্ণ রূপটি কি?

👉উত্তরঃ Virtual Information Resource Under Seize.


৭৩. প্রশ্ন: ইন্টারনেটে থেকে আপনার কম্পিউটারে ফাইল স্থানান্তর করার প্রক্রিয়াটি বলা হয়?

👉উত্তরঃ Downloading.


৭৪. প্রশ্ন: আপনার কম্পিউটার থেকে ইন্টারনেটে ফাইল স্থানান্তর করার প্রক্রিয়াটি বলা হয়? উত্তরঃ Uploading.


৭৫. প্রশ্ন: MRP এর পূর্ণরুপ কি?

👉উত্তরঃ Manufacturing Resource Planning


৭৬. GPS এর পূর্ণরুপ কি?

👉উত্তরঃ Global Positioning System


৭৭. প্রশ্ন: ইন্টারনেটে পণ্য ও পরিষেবা কেনা বেচা বলা হয়?

👉উত্তরঃ ই-কমার্স।


৭৮. প্রশ্ন: 1 কিলোবাইট কত বাইট সমান?

👉উত্তরঃ 1024 বাইট।


৭৯. প্রশ্ন: কম্পিউটারের জনক কে বলা হয়? 

👉উত্তরঃ চার্লস ব্যাবেজ.


৮০. প্রশ্ন: ব্যক্তি সনাক্তকরণে কি ব্যবহৃত হয়?

👉উত্তরঃ বায়োমেট্রিক পদ্ধতি।

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.