Raffal patnar

banner

মোবাইল সার্ভিসিং এর প্রাথমিক ধারনা

KR3 MIX OFFICIAL
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated


প্রথমেই আমরা পরিচিত হব যে সকল যন্ত্র-পাতি দিয়ে কাজ করব।মোবাইল রিপিয়ার(মেরামত)করতে যে সকল যন্ত্র-পাতি লাগে তার মাঝে উল্লেখ করা যাই-


→ মোবাইল টুল বক্স,


→ হটগান,


→ এভোমিটার,


→ পাওয়ার সাপ্লাই,


→ কুইক চার্জার,


→ একটি টেবিল লেম্প(মেগ্নিফ্লাইং গ্লাস সহ),


→ লিড কয়েল,


→ রজন,


→ মেজিক তার,


→ থিনার,


→ সোল্ডারিং পেস্ট,


→ একটি টুথ ব্রাশ,


→ হিট বক্স ইত্যাদি।


মোবাইল টুল বক্স :মোবাইল টুল বক্স এ সাধারনত যা থাকে-

→ একটি T6


→ একটি T4


→ একটি star


→ একটি মাইনাস


→ দুইটা টুইজার


→ একটি নুস প্লাস


→ একটি কাটিং প্লাস ইত্যাদি।



হট গান :সোল্ডারিং ওইয়ার,তাতাল।


মোবাইল টুল বক্স এ যে সকল টুলসের পরিচয় করিয়ে দিলাম,তার কাজ হচ্ছে মোবাইলকে খুলা ও ফিটিং করা।আর হটগান এর কাজ হচ্ছে মোবাইলের আইসি উঠানো-বসানো,সোল্ডারিং,ঝালাই করা ইত্যাদি।




কারেন্টঃ

মোবাইলের কাজ করতে আমাদের কারেন্ট ব্যবহার করতে হবে,তাই এ কারেন্ট সম্পর্কে আপনাদের ছোট একটা ধারণা দেয়।কারেন্ট মূলত দুই প্রকার-


AC-AC হচ্ছে Alternative Current.যে কারেন্ট বা বিদ্যুত চলার সময় তার গতিপথ পরির্বতন করে চলে তাকে এসি কারেন্ট বলে।


DC-DC হচ্ছে Direct Current.যে কারেন্ট বা বিদ্যুত চলার সময় তার গতিপথ পরিবর্তন


করেনা(এক মুখি হয়ে চলে)তাকে ডিসি কারেন্ট বলে।


এক্সট্রা নলেজঃ

মোবাইল সেটে যদি পাওয়ার না আসে তাহলে প্রথমেই চেক করব ব্যাটারি।


মোবাইলে চার্জ দেয়ার সময় ব্যাটারি বার ফুল দেখায়,কিন্তু চার্জার খুলে ফেললে ব্যাটারি বার খালি দেখায় তাহলে বুঝতে হবে চার্জিং আইসি খারাপ।


মোবাইলে চার্জ দেয়ার সময় যদি চার্জ হতে সমস্যা করে,চার্জ এক বার হয় আবার হয়না তাহলে প্রথমে চার্জার ঠিক আছে কিনা দেখব।



ধন্যবাদ সবাইকে ।

এভোমিটার


আজ আপনাদের সামনে একটি ডিভাইস নিয়ে আলোচনা করব। আমাদের কাজ করতে অত্যন্ত প্রয়োজন যে বুমাটি সেটি হচ্ছে এভোমিটার। এভোমিটার দুই ধরনে হয়ে থাকে। এনালগ ও ডিজিটাল । আমি এনালগ নিয়েই আলোচনা করব। কারণ 99% এটা ব্যবহার হয় চলুন এক নজর দেখে নেই এভোমিটার।



Avometer:-

কাজের দিক দেয়ে এভোমিটার কে চার ভাগে ভাগ করা যায়।


1. AC Voltage

2. 2. 2. DC Voltage

3. 3. 3. DC mili Ampear

4. 4. 4. Ohm


AC Voltage:- Ac voltage মাপার সময় এভোমিটার সিলেক্টর AcV 250 এ রেখে মাপতে হবে,তখন Avometer এর চতুর্থ স্কেল দেখতে হবে।


Dc Voltage:- Dc Voltage মাপার সময় Avomiter selector Dc V 10 রেখে মাপতে হবে,তখন মিতারের ২য় স্কেল দেখতে হবে।


Dc Mili Ampiear :- ব্যাটারীর এম্পিয়ার মাপার সময় dcma25 আথবা 0.25 এ রেখে মাপতে হবে।ব্যাটারী ভাল থাকলে মিটারের রিডিং দ্রুত দেখাবে।


Ohm:- Avometer Selector x1 থেকে x10k রেখে মাপতে হবে,তখন মিটারের প্রথম স্কেল দেখতে হবে।



Charger:- Avometer Selector Dc V10 রেখে মাপতে হবে,চার্জার যদি ভাল হয় তাহলে ৬-১০ ভোল্টিজ দেখাবে,নষ্ট হলে দেখাবে না।6 Voltage এর নিচে দেখালে চার্জ হবে না,আবার যদি 10v এর উপরে দেখাই তাহলে জানবে চার্জার ভাল না


Adoptor বা কুইক চার্জারঃ-এর কাজ হচ্ছে ব্যাটারী কে তাড়াতাড়ি চার্জ দেয়া।সর্বোচ্চ দুই মিনিটে চার্জ হবে।

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.