ওয়েব ২.০ নামের বিশেষ ধরনের গ্রাফিক্স ষ্টাইল বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। ওয়েবপেজের জন্য যেমন লোগো তৈরীতেও তেমন। খুব সহজে ওয়েব ২.০ ব্যাজ তৈরী টিউটোরিয়াল দেয়া হচ্ছে এখানে।
ওয়েব ২.০ ব্যাজ আসলে কি ? একধরনের পানির মত ইফেক্ট, উজ্জল চকচকে রং, গ্রাডিয়েন্ট ফেড, সাধারনত গোলাকার কোনা ইত্যাদি এর বৈশিষ্ট।
মুল সেপ তৈরীর জন্য ইলাষ্ট্রেটরের ষ্টার টুল ব্যবহার করুন। রেকট্যাঙ্গল টুলের সাথেই এই টুল রয়েছে। ড্রাগ করে আকার সময় মাউস চেপে ধরে রেখে কিবোর্ডে আপ-ডাউন এরো কি ব্যবহার করে তারার কোনের সংখ্যা ঠিক করে নিন। কন্ট্রোল কি চেপে ধরে ভেতরের বৃত্তের মাপ ঠিক করে নিন। এভাবে পছন্দমত সেপ তৈরী করুন।
সেপটি সিলেক্ট করে কপি (Ctrl+C) কমান্ড দিন এবং পেষ্ট (Ctrl+V) কমান্ড দিন। আগের সেপের ওপরে আরেকটি আরেকটি কপি পাওয়া যাবে।
পেনসিল বা পেন টুল ব্যবহার করে ঢেউ এর মত আকৃতি আকুন। ওপরের সেপ এবং ঢেউ সিলেক্ট করে পাথফাইন্ডার টুল (Window>Pathfinder) ওপেন করুন এবং Divide ক্লিক করুন। এরফলে ঢেউ অনুসারে সেপটি দুভাবে বিভক্ত হবে।বিভক্ত হওয়ার নিজে থেকেই গ্রুপ অবস্থায় থাকবে। আনগ্রুপ করে নিচের অংশটি মুছে দিন। এই যায়গায় নিচের সেপটি দেখা যাবে।
ওপরের সেপটি সিলেক্ট করুন এবং Object > Path > Offset Path ওপেন করে -2mm মান ব্যবহার করুন। সেপে কালো-সাদা লিনিয়ার গ্রাডিয়েন্ট যোগ করুন। ট্রান্সপারেন্সি প্যালেটেScreen সিলেক্ট করুন। এরফলে সেপটি নিচের সেপের ওপর চকচকে দেখাবে।
নিচের সেপটি সিলেক্ট করুন এবং পছন্দমত গ্রাডিয়েন্ট রং ব্যবহার করুন। নিচের দিকে গাঢ রং থেকে ক্রমে ওপরের সেপের দিকে হাল্কা করে মানানসই করে নিন।
এই পদ্ধতিতে যে কোন সেপকে ওয়েব ২ ইফেক্ট দিতে পারেন।