১ম ধাপ : প্রথমে মধ্য সারিতে ডান হাত বসানো, এরপর বেশ কিছু সময় প্র্যাক্টিস করা।(A, S, D, F) তারপর বাম হাতের আঙ্গুলগুলো বসানা ও প্র্যাক্টিস করা। (J, K, L, এরপর G লিখতে F লিখার আঙ্গুল ব্যবহার করা এবং H লিখতে J আঙ্গুল ব্যবহার করা।
মধ্য সারির বাম হাত = A, S, D, F, G
মধ্য সারির ডান হাত = J, K, L, ; H
২য় ধাপ: ১ম ধাপের কাজ শেষ হলে, আমরা কিবোর্ডের উপরের সারিতে ডান হাত বসাবো, এরপর বেশ কিছু সময় প্র্যাক্টিস করবো। তারপর বাম হাতের আঙ্গুলগুলো বসাবো এবং প্র্যাক্টিস করবো।
উপরের সারির বাম হাত = Q, W, E, R, T
উপরের সারির ডান হাত = P, O, I, U, Y
৩য় ধাপ: ২য় ধাপের কাজ শেষ হলে, আমরা কিবোর্ডের নিচের সারিতে ডান হাত বসাবো, এরপর বেশ কিছু সময় প্র্যাক্টিস করবো। তারপর বাম হাতের আঙ্গুলগুলো বসাবো এবং প্র্যাক্টিস করবো।
নিচের সারির বাম হাত = Z, X, C, V
নিচের সারির ডান হাত = M, N, B
উপররের দেখানো নিয়মের আলোকে ধারাবাহিক ভাবে কাজ চালিয়ে যাওয়া (একটি সারি প্র্যাক্টিস করার অন্য সারিতে যাওয়া), তবেই দ্রুত সফলতা আসবে। ইনশাআল্লাহ