Raffal patnar

banner

উইন্ডোজ সেভেন সেটআপ এর নিয়ম (Windows 7 setup)

KR3 MIX OFFICIAL
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

উইন্ডোজ সেভেন সেটআপ এর নিয়ম (Windows 7 setup)





1. DVD drive এ উইন্ডোজের ডিভিডিটি ঢোকান। এরপর কম্পিউটার রিস্টার্ট করুন।


2. রিস্টার্ট হওয়ার সময় মনিটরে Press any key to boot from CD or DVD........ লেখা আসবে। লেখাটি আসার সাথে সাথেই কীবোর্ড থেকে যেকোনো ১টি button-এ চাপ দিন। সাধারণত সব কম্পিউটারে CD/DVD ROM-ই সেলেক্ট করা থাকে। ডিভিডি ঢুকানোর পর কম্পিউটার চলার পর উপরের ছবিটা না আসলে, নিচের ধাপ গুলি follow করুন-


যখন কম্পিউটার চালু হবে, তখন দেখবেন মনিটরের নিচে একটা লিস্ট আসে, সেখানে BIOS settings এর জন্য একটা key চাপতে বলে (F2, F12, ওখানে যেটা বলে)। BIOS থেকে First Boot Device অপশনে CD Rom/ DVD ROM সেলেক্ট করে save and exit করুন। এখন কম্পিউটার রির্স্টাট হবে।






3. Language: English

Time: English

Keyboard: US 

সেলেক্ট করে next এ ক্লিক করুন।



4. এরপর Install Now বাটনে ক্লিক করুন।




5. এরপর যে স্ক্রীনটি আসবে, সেখানে নিচের বাম দিকে ‘I accept the license terms’ বক্সটিতে টিক চিহ্ন দিন। Next এ ক্লিক করুন।




6. Custom (advanced) এ ক্লিক করুন।




7. এরপর স্ক্রীনে কম্পিউটারের সকল পার্টিশনের একটা লিস্ট আসবে। ডানদিকে নিচে Drive options (advanced) লেখাটি আছে। এতে ক্লিক করুন।

 8. Drive options (advanced) এ ক্লিক করার পর নিচেই ৬টা অপশন আসবে। এখন, যে partition এ উইন্ডোজ ইন্সটল করতে চান, সেটি সেলেক্ট করুন। (সাধারানত C: drive এ উইন্ডোজ ইন্সটল করা হয়) যদি C: drive উইন্ডোজ ইন্সটল করতে চান, তবে Disk 0 Partition 2 সিলেক্ট করুন। (system reserved এর option এ কিছু করতে হবে না) এরপর নিচে Format এ ক্লিক করুন। এখন কিছু সময় নিবে। এরপর Next এ ক্লিক করুন।


9. এখন আপনার কোন কাজ নেই। অপেক্ষা করুন.. ৩০/৩৫ মিনিট সময় লাগতে পারে।




10. এসময় কম্পিউটার বেশ কয়েকবার রিস্টার্ট হবে। রিস্টার্ট এর সময় Press any key to boot from CD or DVD.. লেখাটি আসবে। তখন কোন বোতামে চাপ দিবেন না। কোন button এ চাপ দিলে ইন্সটল আবার প্রথম থেকে শুরু হবে।

11. এরপর নিজে নিজে সব হতে থাকবে। আপনার কিছুই করার দরকার নাই। অপেক্ষা করুন।




12. এরপর user name এবং computer name লেখার ঘর আসবে। এখানে লিখুন।








13. আপনি যদি কম্পিউটারকে পাসওয়ার্ড দিয়ে রাখতে চান, তাহলে পাসওয়ার্ড টাইপ করে Next এ ক্লিক করুন। আর না চাইলে, তাহলে শুধু Next এ ক্লিক করুন।

14. এরপর product key (সিরিয়াল নম্বর) লেখার ঘর আসবে। উইন্ডোজ এর product key টাইপ করে Next এ ক্লিক করুন। (তবে, টাইপ না করেও Next এ ক্লিক করতে পারবেন। তাহলে, উইন্ডোজ সেভেন এর ৩০ দিনের ট্রায়াল ইন্সটল হবে।) 

 15. ইন্সটল এর কাজ শেষ। এখন ডেস্কটপ এ Computer এর আইকন আনতে Start menu তে গিয়ে, ডান পাশে Computer লেখার উপর right button ক্লিক করে Show on desktop এ ক্লিক করুন।


Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.