ভাল ডিজাইন দেখতে ভাল, মন্দ ডিজাইন মন্দ এমনটাই হওয়ার কথা। একজন গ্রাফিক্স ডিজাইনার জানেন বিষয়টা এতটা সরল না। তি ডিজাইন করে মনে করছেন ক্লায়েন্ট পছন্দ না করে যায় না। নিশ্চয়ই এজন্য প্রশংসা পাওয়া যাবে। বদলে সমালোচনা শুনতে হল।
একজন ফ্রিল্যান্সারের কাছে ডিজাইনের ভাল-মন্দ জানা কাজে দক্ষতা বাড়ানোর থেকেও জরুরী। সেটা স্থানীয় কাজেই হোক আর অনলাইন কাজই হোক। এর ওপর ভিত্তি করে তিনি চেষ্টা করতে পারেন কাজকে উন্নত করার।